Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নেপর্যটন সংক্রান্ত সেবামূলক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, স্থাপন ওপরিচালনা।

বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে দেশের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি প্রচারের মাধ্যমে

বিদেশে  বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা।

দেশে বিদেশে পর্যটন তথ্য পরিবেশন ও পর্যটকদের জন্য অভ্যর্থনা ব্যবস্থাকরণ।

অভ্যন্তরীণ পর্যটনে উৎসাহ প্রদান ও তার উন্নয়ন।

বাংলাদেশ সরকারের পূর্ব-অনুমতি সাপেক্ষে করপোরেশন-এর আওতাভুক্ত পর্যটন উন্নয়নমূলক কর্মকান্ডে

            দেশী বা বিদেশী সংস্থার সাথে সমঝোতা ও সহযোগিতা স্থাপন।

বাংলাদেশ সরকারের অনুমোদন সাপেক্ষে অন্য দেশের সাথে পর্যটন প্রসার ও উন্নয়নমূলক কাজে চুক্তি সম্পাদন।

বিভিন্ন কর্মকান্ডের উপর মাঠ পর্যায়ের গবেষণা পরিচালনা।

পর্যটন তথ্য সম্বলিত প্রচার পুস্তিকাদি প্রকাশনা।

পর্যটকদের থাকা, খাওয়া ও অন্যান্য চিত্তবিনোদনমূলক সুবিধা প্রদানের উদ্দেশ্যে হোটেল, মোটেল, রেস্তোরাঁ,

কটেজ, পিকনিক স্পট, ক্যাম্পিং সাইট, পার্ক, ওয়াটার স্কি  ও গলফ কোর্স ইত্যাদি স্থাপন ও পরিচালনা।

গ্রুপ ট্যুর পরিচালনার উদ্দেশ্যে ট্রাভেল এজেন্সী স্থাপন অথবা সড়কপরিবহন, রেলওয়ে, নৌ-পরিবহন, এয়ারলাইন্স  ইত্যাদি সংস্থায় এজেন্ট হিসাবেকর্ম সম্পাদন।

সাফারী ট্যুরিজমউন্নয়নের জন্য অভয়ারণ্য, মৎস্য খামার ও মৎস্য শিকার এলাকা এবং অনুরূপপ্রতিষ্ঠানের রক্ষণা- বেক্ষণ ও উন্নয়নে সচেষ্ট থাকা।

হোটেল, ট্রাভেল এজেন্সী ও পর্যটনের সাথে সম্পর্কযুক্ত অন্যান্য বিষয়েসাধারণভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে  প্রশিক্ষণ দানের জন্য পর্যটন প্রশিক্ষণইনস্টিটিউট স্থাপন ও পরিচালনা।

স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্জন, নিয়ন্ত্রণে রাখা  অথবা বিক্রি করা ।

প্রয়োজন এবং উপযুক্ত কারণে সংস্থার মূলধন পরিবর্তনের জন্য ইহার নিজস্ব অর্থ এবং সম্পদ বিনিয়োগ করা।

উপরোক্ত উপধারাগুলির বিষয়বস্ত্তর সংগে সম্পৃক্ত বা অন্তর্ভুক্ত কার্যাবলী সম্পাদন করা ।

সময়ে সময়ে নির্ধারিত অন্য যে কোন অর্পিত দায়িত্ব পালন।